হুদা মালী প্রতিনিধি: সুন্দরবনে কাকড়া আহরণের পাস-পারমিটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালীতে সাধারণ জেলেদের আহবানে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বনজীবী ছবেদ আলী গাজীর সভাপতিতে¦ বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, বনজীবী আবিয়ার গাজী, শেফালী বিবি, নজরুল গাজী প্রমূখ। বক্তারা বলেন, সুন্দরবন উপকূলের মানুষ করোনা পরিস্থিতির সাথে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুর্দশায় পড়েছে। সেই সাথে কাকড়া আহরণের ভরা মৌসুমেও পাস-পারমিট বন্ধ করায় জেলেরা মানবেতর জীবনযাপন করছে। ফলে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। বক্তারা কাকড়া আহরণের পাস-পারমিটের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।