কলাগাছিয়া ইকোট্যুরিজম এক অপরুপ সৌন্দর্য্যের লীলাভুমির নাম। সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেন্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অধীনে এটি অবস্থিত। কলাগাছিয়া ইকোট্যুরিজম এ রয়েছে অসংখ্যা বানর এবং রয়েছে হরিন। মুন্সিগঞ্জ অথবা নীলডুমুর থেকে ইন্জিন চালিত বোর্ড বা ট্রলার নিয়ে কলাগাছিয়া ইকোট্যুরিজম এ যাওয়া যায়। কলাগাছিয়া ইকোট্যুরিজম এ যাওয়ার পথে নদীর দুই ধারের সারি সারি বন আপনাকে মুগ্ধ করবে। কলাগাছিয়া ইকোট্যুরিজম এ যখন আপনার ট্রলার পৌছাবে তখন বানর এর দল আপনাকে স্বাগত জানাবে। আপনি যখন কলাগাছিয়া ইকোট্যুরিজম এর ভিতরে ঢুকবেন তখন বানরদের অবশ্যই কিছু খেতে দিতে হবে। না হলে তারা আপনার পিছন ছাড়বে না। এজন্য অনেকেই বাদাম এবং মুড়ি কিনে নিয়ে যায়। আর হ্যাঁ অবশ্যই সাথে লাঠি রাখবেন তা না হলে বানর দল আপনাকে আক্রমন করতে পারে। বনের মধ্যে ঘুরার জন্য চারদিকে কাঠের ব্রিজ তৈরী করা আছে। ব্রীজের উপর দিয়ে চলার সময় নিচে চোখে পড়বে বানর এবং হরিন। যেগুলো আপনাকে অনেকাংশে মুগ্ধ করবে। কলাগাছিয়া ইকোট্যুরিজম এর মধ্যে চার তলা একটা টাওয়ার আছে। যেটা দিয়ে সুন্দরবনের বেশ কিছু অঞ্চল দেখা যায়। এই টাওয়ার টি পর্যটকদের আরও বেশি মুগ্ধ করে।