আজ চিংড়াখালী শতদল সংঘের ফুটবল টিম গঠন করা হয়েছে। চিংড়াখালী শতদল সংঘ ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে এ মিটিং টি অনুষ্ঠিত হয়। মিটিং এ চিংড়াখালী শতদল সংঘের ফুটবল টিম এর অধিনায়ক নির্বাচন করা হয় সাইদুর রহমান মিলন কে এবং তার সহকারী হিসাবে সহ অধিনায়ক নির্বাচন করা হয় সোহাগ আরাফাত কে। উক্ত মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়াখালী শতদল সংঘের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব মোঃ কওছার আলী। মিটিং এ আরও উপস্থিত ছিলেন চিংড়াখালী শতদল সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ আকবর হোসেন, ক্যাশিয়ার মোঃ আফজালুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাইফুল ইসলাম, আঃ কাদের কাদের, পঞ্চানন কুমার বাবু, তাপস কুমার, হাফিজুর রহমান সহ ক্লাবের অন্যন্য সদস্যবৃন্দ।